গাজীপুর-১ আসনের প্রার্থীরা অনলাইনে জমজমাট নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব, ম্যাসেঞ্জার, হোয়াটসআ্যপ, টুইটার, টেলিগ্রামসহ বেশ কিছু অনলাইন সিস্টেম ব্যবহার করে চালাচ্ছেন নির্বাচনি প্রচার। এতে করে নির্বাচনে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে তরুণ ভোটারদের মধ্যে।
অফলাইনে রঙিন পোস্টার ছাপানো এবং দেওয়ালে পোস্টার সাঁটানো নিষেধ থাকায় সংসদ সদস্য পদপ্রার্থীরা নিজেদের পোস্টার ডিজাইন করে অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তাদের সমর্থকদের কাছে।
বিএনপির প্রার্থী মজিবুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী শাহ আলম বকশী, ইসলামী আন্দোলনের প্রার্থী রুহুল আমীনসহ অন্য প্রার্থীরা সবাই অনলাইনে প্রচার চালিয়ে ভোটারদের মন জয় করে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত মেনে আমরা প্রচার চালাচ্ছি, অনলাইন প্রচারে তরুণ ভোটারদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
জামায়াতে ইসলামীর প্রার্থী শাহ আলম বকশী জানান, রঙিন পোস্টার ছাপানো এবং দেওয়ালে পোস্টার লাগানো নিষেধ রয়েছে। তাই সব প্রার্থী অনলাইনে প্রচার চালিয়ে যাচ্ছেন ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

