আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১০: ০৮

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে।

বিজ্ঞাপন

এ সময় গোপালদী, রামচন্দ্রদি, বিশনন্দিসহ বিভিন্ন সড়কে যাত্রীবাহী যানবাহনে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করেন অভিযান পরিচালনাকারীর। পাশাপাশি সেনাবাহিনীর একটি দল অন্য একটি অভিযান পরিচালনা করেন। এর আগে উপজেলার বিভিন্ন রোডে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। এই অভিযানে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি করার দায়ে সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন রামচন্দ্রদিতে ঢাকা কাবাব রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন নঈম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত