আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী
ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

দ্বিতীয় ধাপের ইজতেমায় আসা আমির আলী শেখ নামে ৬২ বছর বয়সী এক মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার রাতে টঙ্গী সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত আমির গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের উমেদ আলী শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের ফুফাতো ভাই জেন্দার আলী শেখ।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল বিকেলে নরসিংদীর মাধবদী উপজেলার রংপুর গ্রামের সাইফুল ইসলাম নামে আরেক মুসল্লি মারা যান। শ্বাসকষ্টজনিত কারণে এই দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শুরায়ে নেজাম অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন