ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ০৪
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ২১

দ্বিতীয় ধাপের ইজতেমায় আসা আমির আলী শেখ নামে ৬২ বছর বয়সী এক মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার রাতে টঙ্গী সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত আমির গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের উমেদ আলী শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের ফুফাতো ভাই জেন্দার আলী শেখ।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল বিকেলে নরসিংদীর মাধবদী উপজেলার রংপুর গ্রামের সাইফুল ইসলাম নামে আরেক মুসল্লি মারা যান। শ্বাসকষ্টজনিত কারণে এই দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শুরায়ে নেজাম অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত