আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সদরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

সদরপুরে কার্যক্রম  নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ছবি: আমার দেশ।

ফরিদপুরের সদরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের এক নেতাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার আকটেরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কাশেম মোল্যা (৬৫) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে , গ্রেফতারকৃত আবুল কাশেম মোল্যা নজু মোল্যার ডাংগী গ্রামের মালো মোল্যার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারিতে সদরপুর উপজেলার জয়বাংলা বাজার এলাকায় শেখ হাসিনার ছবি সংবলিত "শেখ হাসিনাতেই আস্থা" লিফলেট বিতরণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর-০৩, তারিখ-০৩/০২/২০২৫, ধারা-১৪৩/১২৪(এ)/১০৯/৩৪ তৎসহ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

এ ব্যাপারে সদরপুর থানার সেকেন্ড অফিসার মোকলেসুর রহমান বলেন, গ্রেফতারকৃত আবুল কাসেম মোল্লাকে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন