বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশ প্রেমিক ইসলামী জনতার যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তা আগামী নির্বাচনে প্রভাব পড়বে। আমরা আগামীর দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ব।
মঙ্গলবার সকাল ১১ টায় নরসিংদীর শিবপুর কলেজ মাঠে এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আন্দোলন সংগ্রাম করে এক ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে। দেশে আর কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। যে আন্দোলন আমরা শুরু করেছি, হয় আমাদের জীবন বিসর্জন যাবে না হয় দেশ এবং জাতির বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।
বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল বাছেদ কাসেমীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রাকিবুল ইসলাম।
উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা ইসমাইল নূরপুরী। শিবপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাও. আজিজুর রহমান হেলান, নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূর।
সমাবেশে নরসিংদী-৩ আসনের এমপি প্রার্থী মুফতি রাকিবুল ইসলাম এর হাতে দলীয় প্রতীক রিকশা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

