ডায়াগনস্টিক সেন্টারে লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, নাগরপুর (টাঙ্গাইল)
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ২০: ২৫

নাগরপুর উপজেলায় ভুয়া পদবি ব্যবহার ও মেয়াদ উত্তীর্ণ প্যাথলজিক্যাল উপকরণ ব্যবহারের দায়ে মামুদনগর ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে নাগরপুর সদর বাজারের মামুদনগর ডায়াগনস্টিক সেন্টারকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

এ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, ডা. রাকিবুল ইসলাম লীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত