গাজীপুর জেলাজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৪০

গাজীপুর মহানগর এবং বিভিন্ন এলাকায় চলছে যৌথ বাহিনীর অভিযান। শনিবার রাত দশটার পর থেকেই গাজীপুরের রাজবাড়ি রোড, শীববাড়ি, মহিলা কলেজ মোড়, ধীরাশ্রম, টঙ্গীর গাছা, কোনাবাড়িসহ বিভিন্ন এলাকায় সড়কে তল্লাশি চৌকি ফেলে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে যাচ্ছেন যৌথ বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

এরই মধ্যে র‌্যাবের একটি টিম সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি এবং সড়কে তল্লাশি করেছেন। র‌্যাব কর্মকর্তা রবিউল ইসলাম জানান, শনিবার থেকে অভিযান ‘ডেভিল হান্ট’ শুরু হয়েছে। পোশাকে, সাদা পোশাকে গাজীপুর জেলাজুড়ে তাদের অভিযান চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত