আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দোকান মালিককে ছুরিকাঘাত করে ২০ ভরি স্বর্ণ লুট

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

দোকান মালিককে ছুরিকাঘাত করে ২০ ভরি স্বর্ণ লুট

মানিকগঞ্জে দোকানের মালিককে ছুরিকাঘাত করে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই দোকান থেকে ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ সময় তাদের হামলায় দোকানের মালিক শুভ দাস আহত হন। আহত শুভ শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। তাকে আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে শুভ তার দোকানে কাজ করছিল। এ সময় দুইজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে ২০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শুভকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এদিকে আজ বেলা ১১টার দিকে ঘটনার সঙ্গে জড়িতের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সব দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন