আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাইকে সমর্থন দিতে বিএনপি প্রার্থী পরিবর্তন চাইলেন হাসান সরকার

স্টাফ রিপোর্টার, টঙ্গী
ভাইকে সমর্থন দিতে বিএনপি প্রার্থী পরিবর্তন চাইলেন হাসান সরকার

গাজীপুর- ৬ আসন হাইকোর্টের রায়ে স্থগিতের পর গাজীপুর- ২ আসনে দলীয় পার্থী পরিবর্তন চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার। এ আসনে তিনি সমর্থন দিয়েছেন ছোটো ভাই সালাহউদ্দীন সরকারকে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গী বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ আসনে দলটির প্রাথমিক মনোনয়নে প্রার্থী হলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল করীম রনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হাসান উদ্দিন সরকার। এ সময় তিনি বলেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে গাজীপুর- ৬ আসন বাতিল হয়ে পূর্বের গাজীপুর- ২ আসনে ফিরে আসায় এ আসনের রাজনৈতিক ও নির্বাচনি বাস্তবতায় মৌলিক পরিবর্তন এসেছে। বর্তমানে গাজীপুর- ২ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৮ লাখ। যা এটিকে দেশের অন্যতম বৃহৎ ও চ্যালেঞ্জিং আসনে পরিণত করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান মনোনয়ন দেওয়া হয়েছিল সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়—যখন গাজীপুর-৬ আসন বহাল ছিল এবং টঙ্গী, গাছা ও পূবাইল আলাদা সংসদীয় আসনের আওতায় ছিল। নতুন বাস্তবতায় সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা রাজনৈতিকভাবে যৌক্তিক ও সময়োপযোগী। বক্তারা স্পষ্ট করেন, এটি কোনো ব্যক্তিবিরোধিতা নয় বরং দলীয় স্বার্থ, ভোটার প্রতিনিধিত্ব ও বিজয়ের সম্ভাবনা নিশ্চিত করার প্রশ্ন।

সময় বক্তারা আন্দোলন-সংগ্রামে গাজীপুর তথা টঙ্গী এলাকার বিএনপির নেতাকর্মীদের ত্যাগ ও নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন। তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে বহু নেতাকর্মী জেল-জুলুম, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও ভোট ডাকাতির মাধ্যমে বিএনপির প্রার্থীদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়, যার ফলে সংশ্লিষ্ট নেতারা রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েন।

সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সার, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক গোলাপ ও আক্তারুজ্জামান, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন ভাট, বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, যুবদল নেতা সৌমিক সরকারসহ বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন