পাগলা ঘোড়ার কামড়ে সাংবাদিকসহ আহত ৫

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৪৮

ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে কবি, সাহিত্যিক ও সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার সকালে ‘প্রভাতী সংঘ’-এর ব্যানারে হাঁটতে বের হলে উপজেলা গেটের সামনে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এর আগে একই ঘোড়া সরকারি কলেজ গেটের সামনে আরও কয়েকজনকে কামড়ে দিয়েছিল বলে জানা গেছে। ঘোড়ার কামড়ে পাঁচজন আহত হয়েছেন।

আহত কাজী হাসান ফিরোজ বলেন, প্রতিদিনের মতো রোববার ভোরে হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ একটি পাগলা ঘোড়া লাফিয়ে এসে আমাকে ফেলে দেয় এবং কোমরে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। পরে প্রভাতী সংঘের সদস্যরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় বিশ্রামে আছি।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা নাজমুন হাসান জানিয়েছেন, ওই ঘোড়ার কামড়ে বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। ঘোড়াটি কার, তা শনাক্তের চেষ্টা চলছে।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত