নাশকতা মামলায় উপজেলা কৃষকলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (মানিকগঞ্জ)
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৮: ০০

বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও নাশকতা মামলায় দৌলতপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দৌলতপুর থানার ওসি এম আর আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তার আশরাফুল আলম মিন্টু দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের হাতকোড়া গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য। বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও নাশকতার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি এম আর আল মামুন বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও নাশতায় ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত