বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাহমুদ ডেনিম লিমিটেডের শ্রমিকেরা। বুধবার সকাল থেকে কারখানার শ্রমিকেরা সফিপুর আনসার ভিডিপি একাডেমি-সংলগ্ন এলাকায় বিক্ষোভ করেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের নিয়মিত বেতন পরিশোধ করা হচ্ছে না। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর সমাধান না পাওয়ায় তারা মহাসড়কে নামতে বাধ্য হন। সড়ক অবরোধের কারণে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকার উভয় পাশে প্রায় এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
কারখানার শ্রমিক রাবেয়া আক্তার জানান, ‘চার মাস যাবৎ আমাদের বেতন বন্ধ রয়েছে। কয়েক দফায় আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছে না।’
কারখানার মেশিন অপারেটর লাল মিয়া বলেন, ‘কারখানার বেতন বন্ধ, ঘরে খাবার নেই, বাড়ির মালিকের চাপ, দোকান বাকি পরিশোধের তাগিদ— সব মিলিয়ে বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি, তাতেও পুলিশ আমাদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করেছে‘
এ বিষয়ে আলাপের চেষ্টা করে কারখানার দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
মহাসড়ক অবরোধ ও শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ, থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন। শ্রমিকেরা বলেন, কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধ করলেই আমরা কাজে ফিরে যাব।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা বেতন না পেয়ে রাস্তা অবরোধ করেছে। তাদের প্রথমে বুঝিয়ে রাস্তা থেকে সরাতে না পেরে আমরা টিয়ারশেল নিক্ষেপ করেছি। পরে তারা রাস্তা ছেড়ে চলে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

