আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাঙ্গায় বাসচাপায় কলেজছাত্রী নিহত, সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ভাঙ্গায় বাসচাপায় কলেজছাত্রী নিহত, সড়ক অবরোধ

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়োদি বাসস্ট্যান্ডে দ্রুতগামী যাত্রীবাহী ইমাদ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে সাহিদা আকতার নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। সাহিদা আকতার ভাঙ্গা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে প্রাইভেট পড়তে ভাঙ্গা উপজেলা সদরে যাওয়ার সময় শনিবার সকাল নয়টার দিকে দুর্ঘটনায় তিনি নিহত হন।

বিজ্ঞাপন

এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার ঘন্টাব্যাপী সড়ক অবরোধে ভাঙ্গা-খুলনা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সকাল ১১টার দিকে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, সৌদি প্রবাসী শাহাদাৎ শেখের চার মেয়ের মধ্যে সাহিদা আকতার সবার বড়। মহিলা কলেজে পড়ালেখা করতেন। শনিবার সকালে গ্রামের বাড়ি শুয়োদি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বেড় হয়েছিল। পথিমধ্যে শুয়োদি বাসস্ট্যান্ড পৌঁছানোর পর ভাঙ্গা যাওয়ার জন্য ইজিবাইকে ওঠার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে লুটিয়ে পড়েন। এসময় শরীরের ওপর দিয়ে ইমাদ পরিবহনের বাসটি চালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে নিহত হন কলেজ শিক্ষার্থী সাহিদ আকতার।

এদিকে কলেজ শিক্ষার্থীর নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে সড়কে শুয়োদি বাসস্ট্যান্ড এলাকায় শত শত জনগণ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ সৃষ্টি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শিক্ষার্থীর মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে বলে জানান ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন