আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আড়াইহাজারে গৃহবধূর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
আড়াইহাজারে গৃহবধূর আত্মহত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে বিষাক্ত বড়ি খেয়ে তামান্না (৩০) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামান্না ওই গ্রামের আ. কাদিরের পুত্র মোক্তার হোসেনের স্ত্রী এবং সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি এলাকার আবু সাইদের মেয়ে।

নিহতের পিতার পরিবারের পক্ষ থেকে তার চাচাতো ভাই জানান, প্রায় ১১ বছর আগে তামান্নার বিয়ে হয় মোক্তার হোসেনের সঙ্গে। তাদের দুটি সন্তান রয়েছে। স্বামী ও তার পরিবারের লোকজন প্রতিনিয়ত তামান্নার ওপর অত্যাচার নির্যাতন করতো।

বৃহস্পতিবার দুপুরে পারিবারিক কলহের জেরে তামান্না বিষাক্ত বড়ি (স্থানীয় ভাষায় কেড়ির বড়ি) খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পর রাতে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) মাযহারুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন