আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইজতেমায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন: জিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার, টঙ্গী
ইজতেমায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, শূরায়ী নেজামের দ্বিতীয় পর্বের ইজতেমা ঘিরে সাদা পোশাকে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক পুলিশ। এছাড়া পুরো ময়দান পর্যবেক্ষণে রয়েছে ৩৩৫ সিসি ক্যামেরা।

সোমবার সকালে ইজতেমা ময়দানে স্থাপিত পুলিশ কন্ট্রোলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

কমিশনার বলেন, প্রথম পর্বের ইজতেমার আখেরি মোনাজাতের সময় ড্রোন গ্যাস বেলুনে পড়ে বিকট শব্দে ফেটে যায়। এতে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই ময়দানের আশপাশে দুই কিলোমিটারের মধ্যে কেউ ড্রোন ওড়াতে পারবেন না। কেউ চাইলে পুলিশের অনুমতি নিয়ে ওড়াতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশানার বিশেষ শাখা (সিটিএসবি) আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. ইব্রাহিম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরধ দক্ষিণ) হাফিজুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন