আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন, আ.লীগ একবার: ফয়জুল করীম

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)
বিএনপি দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন, আ.লীগ একবার: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, বর্তমান ও পূর্ববর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিএনপি ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর আওয়ামী লীগ একবার। ইসলামী হুকুমত হলে সবাই সমান মর্যাদা পাবে। সবাই একসাথে হাসবে, কাঁদবে, খাবে কেউ পিছিয়ে থাকবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে চৌরাস্তা স্টিল পট্টিতে ইসলামী আন্দোলনের উপজেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশে এখন কোনো বিচার ব্যবস্থা নেই, ন্যায় বিচার নেই। বিচারকরা সব ঝুকে গেছেন। আদালতে আসামি অনুপস্থিত থাকলেও মামলা খারিজ হয়ে যাচ্ছে। এটি ন্যায়বিচার নয়, এটি আদালত নয়।

সমাবেশে আগামী নির্বাচনে ফরিদপুর-১ আসনে হাতপাখার প্রার্থী ওয়ালিউর রহমান রাসেলকে পরিচয় করিয়ে দেন। এছাড়া আরও বক্তব্য রাখেন, জামায়াতের প্রার্থী অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্যা, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শরাফত হোসেন, হযরত মাওলানা শাহ আকরাম আলী, মাওলানা মুফতী মোস্তফা কামাল, ওয়ালিউর রহমান রাসেল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন