উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)
ফরিদপুর জেলার ভাঙ্গায় অবোধ কর্মসূচি পালনের নামে পুলিশের ওপর হামলা, সরকারি অফিসে আগুন, ভাঙচুর ও লুটপাট এবং পুলিশ মামলায় জব্দ করা আলামতের গাড়িসহ বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে নাশকতা সৃষ্টির সাথে জড়িত কোনো ফ্যাসিস্টকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
সোমবার রাতে ১২টায় তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি সাংবাদিকদের আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে ভাঙার জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে যা কিছু পুলিশ প্রশাসনের করণীয় তাই করতে হবে। পুলিশকে যারা প্রতিপক্ষ বানিয়ে নাশকতা ও তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনের প্রক্রিয়া চলমান এবং জড়িত সকল অপরাধীদের গ্রেপ্তার করা হবে। ডিআইজি আরো বলেন, সোমবারের নাশকতায় ৫ জন পুলিশ আহত হয়েছেন।
এ সময় জেলা প্রশাসক কামরুল আহসান সাংবাদিকদের জানান, গণমানুষের আবেগ ও অনুভূতির বাস্তবতার চিত্র তুলে ধরে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে জেলা প্রশাসন থেকে একটা রিপোর্ট পাঠানো হয়েছে। চলমান বিষয়টি নিয়ে আগামী ২১ সেপ্টেম্বর উচ্চ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানি হলে জনগণের জন ভালো কিছু হতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি আন্দোলন কর্মসূচি থেকে সবাইকে ফিরে আসার আহবান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আরও বলেন, সরকারি স্থাপনায় আগুন ভাঙচুর লুটপাটের ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত নির্ণয় করা যায়নি এ বিষয়ে কাজ চলছে।
সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও ফরিদপুর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং ভাঙ্গা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গা উপজেলার সাথে যুক্ত করতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সোমবার দুপুরে অবরোধ কর্মসূচি পালনকারী শত শত জনতা থানা ঘেরাও করে। একপর্যায়ে তারা থানায় প্রবেশ করে পুলিশের ৬টি টহল পিকআপ গাড়ি, পুলিশ ট্রাক ভাঙচুর করার পাশাপাশি ডিএসবির মোটরসাইকেল পুড়িয়ে দেয়। তারা ট্রাফিক পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। উপজেলা পরিষদ কার্যালয়ে হামলা চালায়। সরকারি বিভিন্ন দপ্তরে তাণ্ডব চালায়। মাস্ক পরে তারা এসব নাশকতা চালিয়েছে।
প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়ন পরিষদকে কেটে ফরিদপুর-২ আসনের সাথে সংযুক্ত করার ঘোষণার পর থেকে এক সপ্তাহ ধরে ভাঙ্গায় চলছে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি, সর্বদলীয় ঐক্য কমিটির ব্যানারে।
ফরিদপুর জেলার ভাঙ্গায় অবোধ কর্মসূচি পালনের নামে পুলিশের ওপর হামলা, সরকারি অফিসে আগুন, ভাঙচুর ও লুটপাট এবং পুলিশ মামলায় জব্দ করা আলামতের গাড়িসহ বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে নাশকতা সৃষ্টির সাথে জড়িত কোনো ফ্যাসিস্টকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
সোমবার রাতে ১২টায় তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি সাংবাদিকদের আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে ভাঙার জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে যা কিছু পুলিশ প্রশাসনের করণীয় তাই করতে হবে। পুলিশকে যারা প্রতিপক্ষ বানিয়ে নাশকতা ও তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনের প্রক্রিয়া চলমান এবং জড়িত সকল অপরাধীদের গ্রেপ্তার করা হবে। ডিআইজি আরো বলেন, সোমবারের নাশকতায় ৫ জন পুলিশ আহত হয়েছেন।
এ সময় জেলা প্রশাসক কামরুল আহসান সাংবাদিকদের জানান, গণমানুষের আবেগ ও অনুভূতির বাস্তবতার চিত্র তুলে ধরে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে জেলা প্রশাসন থেকে একটা রিপোর্ট পাঠানো হয়েছে। চলমান বিষয়টি নিয়ে আগামী ২১ সেপ্টেম্বর উচ্চ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানি হলে জনগণের জন ভালো কিছু হতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি আন্দোলন কর্মসূচি থেকে সবাইকে ফিরে আসার আহবান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আরও বলেন, সরকারি স্থাপনায় আগুন ভাঙচুর লুটপাটের ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত নির্ণয় করা যায়নি এ বিষয়ে কাজ চলছে।
সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও ফরিদপুর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং ভাঙ্গা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গা উপজেলার সাথে যুক্ত করতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সোমবার দুপুরে অবরোধ কর্মসূচি পালনকারী শত শত জনতা থানা ঘেরাও করে। একপর্যায়ে তারা থানায় প্রবেশ করে পুলিশের ৬টি টহল পিকআপ গাড়ি, পুলিশ ট্রাক ভাঙচুর করার পাশাপাশি ডিএসবির মোটরসাইকেল পুড়িয়ে দেয়। তারা ট্রাফিক পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। উপজেলা পরিষদ কার্যালয়ে হামলা চালায়। সরকারি বিভিন্ন দপ্তরে তাণ্ডব চালায়। মাস্ক পরে তারা এসব নাশকতা চালিয়েছে।
প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়ন পরিষদকে কেটে ফরিদপুর-২ আসনের সাথে সংযুক্ত করার ঘোষণার পর থেকে এক সপ্তাহ ধরে ভাঙ্গায় চলছে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি, সর্বদলীয় ঐক্য কমিটির ব্যানারে।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩৫ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৪২ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে