
জামায়াত প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন মেজর আখতারের ছেলে
শাহরিয়ার জামান জানান, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াত ইসলামীর মাওলানা মো. শফিকুল ইসলাম মোড়লকে মনোনীত করায় আমি তাকে সমর্থন জানাচ্ছি।

শাহরিয়ার জামান জানান, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াত ইসলামীর মাওলানা মো. শফিকুল ইসলাম মোড়লকে মনোনীত করায় আমি তাকে সমর্থন জানাচ্ছি।

সাগর ও সমুদ্র সৈকত দেখতে কক্সবাজারে বেড়াতে এসে ধরা পড়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ জন নেতা। তাদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতাও রয়েছেন।

সমুদ্র সৈকত কক্সবাজারে আনন্দভ্রমনে গিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের নবগঠিত উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা র্যাবের হাতে আটক হনয়েছেন।

বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে রাজনৈতিক অংশীদারিত্ব না দিয়ে একদলীয় ব্যবস্থার মাধ্যমে দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।