ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এদিকে, সিলেট বিভাগের ৪ জেলার ১৯ টি আসনের মধ্যে তিন জেলার ৫ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জ জেলার কোন আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার থেকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলটির নির্বাচনী প্রতীক শাপলা কলি।
সিলেট বিভাগে ঘোষিত প্রার্থীরা হলেন-সিলেট-১ (মহানগর-সদর) আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট -মাধবপুর) আসনে দলের জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেককে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন দেয়া হয়েছে।

