ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩০ আগস্ট) বিকালে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৫৮ বিজিবির অধীন শ্রীনাথপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটজন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের মধ্যে তিন জন নারী, দুজন পুরুষ ও তিনজন শিশু।
আটককৃতরা নোয়াখালী ও যশোর জেলার বাসিন্দা। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, আটককৃতদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

