নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১৪: ২৭
আপডেট : ১৪ মে ২০২৫, ১৪: ৪৯

নড়াইলের লোহাগড়ায় খাজা মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (১৪ মে) উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে গ্রাম্য প্রতিপক্ষরা খাজাকে কপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। খাজা কুমারডাঙ্গা ঈসাখালি গ্রামের লবা মোল্যার ছেলে। ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, খাজা মোল্যা সকালে চা পানের উদ্দেশ্যে বাড়ি থেকে কুমারডাঙ্গা বাজারে গেলে পরিকল্পিত হামলার শিকার হন। বুকে দুর্বৃত্বের ধারালো অস্ত্রের আঘাতে মুমূর্ষু খাজাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তা মৃত্যু হয়। নিহত খাজার বোন রেখা বেগম অভিযোগ করেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা কুমারডাঙ্গার পলাশ মেম্বারদের সঙ্গে বিরোধের জেরে পলাশ পক্ষের এস্কেন্দার, ইনসানসহ কয়েকজন খাজাকে পরিকল্পিতভাব হত্যা করেছে। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশিকুর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এডি/এএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত