কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের ওপর হামলার নিন্দা

আতিকুর রহমান, চবি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৪: ৩৪

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।

বিজ্ঞাপন

আজ সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র পারভেজ মোশাররফ।

এ সময় তিনি জানান, গতকাল সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া পৌরসভা এলাকায় আমাদের সংগঠনের সদস্য সচিব ও মুখ্য সংগঠকের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। ছাত্রলীগের আমির হামজা, স্যাম সাদিক ও আরডিএক্স বয়েজ কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা এই আক্রমণ চালায়। এতে গুরুতর আহত হন কুষ্টিয়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, মুখ্য সংগঠক বেলাল হোসেন বাঁধন (অভি) ও যুগ্ম আহ্বায়ক সাইয়াদ ইসলাম শ্রেষ্ঠ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলা শাখা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে তারা দাবি জানিয়েছেন, আক্রমণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমির হামজা, স্যাম সাদিকসহ ইন্ধনদাতাদের সর্বোচ্চ শাস্তি এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে ।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিহাবুর রহমান আমার দেশকে জানান, ওই সন্ত্রাসী হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত