গরমে পুড়ছে চুয়াডাঙ্গা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১৬: ৪৩

সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা। এ জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন এখানকার বাসিন্দারা।

শুক্রবার বিকেল ৩টায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানায়, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়। দুপুর ১২ টায় এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৯ শতাংশ। কিন্তু বিকেলে তাপমাত্রা আরও বেড়ে যায়।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, গত বছর ২৮ মার্চ জেলার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় তাপমাত্রা ৫ ডিগ্রি বেশি।

উল্লেখ্য, গত বছর ৩০ এপ্রিল চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পয়লা মে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত