জুলাই গণঅভ্যুত্থান স্মরণ

শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা খুলনা রেঞ্জ পুলিশের

খুলনা ব্যুরো
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৬: ৩৫

জুলাই আন্দোলনে অংশ নিয়ে নিহত খুলনার ৫ শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানিয়েছে খুলনা রেঞ্জ পুলিশ। সংবর্ধিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুলনার রাজপথে সাহসী ভূমিকা পালনকারী ছাত্রছাত্রীরা।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নগরীর শিরোমনিতে রেঞ্জ ডিআইজির ট্রেইনিং সেন্টারে গতকাল মঙ্গলবার পুলিশের খুলনা রেঞ্জ ‘জুলাই স্মৃতিচারণ ও সম্মাননা’র আয়োজন করে।

বিজ্ঞাপন

আলোচনায় অংশ নিয়ে পুলিশের পেশাদারিত্ব ও মানবিকতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, পুলিশ হোক প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সেবক। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক।

বক্তব্য রাখেন ডিআইজি আব্দুর রউফ চৌধুরী, খুলনার এসপি কে এম মোশারফ হোসেন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, সাংবাদিক এহতেশামুল হক শাওন, জুলাই আন্দোলনে নিহত শহীদ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত প্রমুখ।

খুবি উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম বলেন, আজকের দিনটি যেমন আনন্দের, সেই সঙ্গে শোকের। মাত্র ৩৬ দিনের আন্দোলনে আমার দুই হাজার সন্তানকে হারিয়েছি। পুলিশের গুলিতে তারা জীবন দিয়েছে। কিন্তু আজ এই অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক বলেন, পুলিশ জনগণের বন্ধু হতে চেয়েছে কিন্তু ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশ কখনোই আমরা আস্থা ফেরাতে পারিনি। দুই লাখ ১৬ হাজার পুলিশ আছে, সীমিত কয়েকজনের কাজের দায়ভার সবাইকে বহন করতে হয়।

বক্তব্য দিতে দাঁড়িয়ে সাঈফ নেওয়াজ প্রশ্ন তোলেন, ‘আমরা তো আপনাদের সন্তান। অনেকের (পুলিশ) সন্তান এই আন্দোলনে শহীদ হয়েছে। কেন আমাদের মাথা, বুক লক্ষ্য করে গুলি ছুড়লেন? পায়ে গুলি করতে পারতেন, হাঁটুর নিচে গুলি করতে পারতেন। একটা প্রমোশনের কাছে একটা জীবন কি এতই তুচ্ছ?’

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত