যশোরে বাসচাপায় দুই ভ্যানযাত্রী নিহত, আহত ৩

স্টাফ রিপোর্টার, যশোর
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৭: ১১
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৭: ১৪
দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়

যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে বাসের ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

আহতদের গুরুতর আহত অবস্থায় প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। মণিরামপুর পুলিশ বাসটি জব্দ ও চালক আব্দুল গনিকে আটক করেছে।

নিহতরা হলেন মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের নাজমুল হোসেন (৪০) ও গাইবান্ধার শেখহাটি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের রতন হোসেন (২৭)।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ বাবলুর রহমান খান জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে যাত্রীবাহী ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নাজমুল হোসেন ও যাত্রী রতন হোসেন সঙ্গে সঙ্গে মারা যান। আহত হন ভ্যানে থাকা তিন যাত্রী।

খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ হাইওয়ে পুলিশের সহায়তায় সড়কের বেগারিতলা এলাকায় গতিরোধ করে বাসটি জব্দ ও চালক আব্দুল গনিকে আটক করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মণিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত