২০২৪-২৫ অর্থবছর

মোংলা বন্দরে লক্ষ্যমাত্রার ৪১ কোটি টাকা বেশি মুনাফা

খুলনা ব্যুরো ও মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২২: ১৩

মোংলা বন্দরে ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আয় বেড়েছে। একই সঙ্গে নিট মুনাফা বেড়েছে ৪১ কোটি ৬৪ লাখ টাকা। বৃহস্পতিবার দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানায় বন্দর কর্তৃপক্ষ।

গত অর্থবছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিল ৩৩৩ কোট ৮৭ লাখ টাকা। আয় হয়েছে ৩৪৩ কোটি ৩৩ লাখ টাকা। নিট মুনাফার লক্ষ্যমাত্রা ছিল ২০ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। এ সময় বন্দরে ৬২ কোটি ১০ লাখ টাকা অর্জন হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা বেশি।

বিজ্ঞাপন

বন্দরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জাহাজ আসার লক্ষ্যমাত্রা ছিল ৮০০টি, জাহাজ এসেছে ৮৩০টি। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩.৭৫ শতাংশ বেশি। এই সময়ে কার্গো হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিল ৮৮ লাখ ৮০ হাজার মেট্রিকটন, হ্যান্ডলিং হয়েছে ১০৪ লাখ ১২ হাজার মেট্রিকটন, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ লাখ ৩২ হাজার মেট্রিকটন বেশি। কন্টেইনার হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার টিইইউজ, হান্ডেলিং হয়েছে ২১ হাজার ৪৫৬ টিইইউজ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বন্দর কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, স্বল্প সম্পদের সঠিক ব্যবহার, দ্রুত পণ্য খালাস ও বোঝাইয়ের সুবিধা থাকায় দিনদিন বন্দর ব্যবহারকারী বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বন্দরের আয়ও বৃদ্ধি পাচ্ছে।

সংবাদ সম্মেলনে, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, পরিচালক (ট্রাফিক) কামাল হোসেন, বোর্ড ও গণসংযোগ বিভাগের উপপরিচালক মাকরুজ্জামানসহ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মোংলা বন্দরের সংকট, সম্ভাবনা, সুবিধা ও অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন জানান, এ বন্দর আগের তুলনায় আরো উন্নত হয়েছে, বেড়েছে সক্ষমতা। এখনো জাহাজ আগমনের হার বৃদ্ধি, বন্দরের জেটি নির্মাণ, ইনার বার ড্রেজিংসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরো বেড়ে যাবে।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত