আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুন্দরবন থেকে দুই শতাধিক হরিণ শিকারের মালা ফাঁদ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সুন্দরবন থেকে দুই শতাধিক হরিণ শিকারের মালা ফাঁদ উদ্ধার

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে হরিণ শিকারে ব্যবহৃত দুই শতাধিক মালা ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া টহলফাঁড়ির ফুলখালী এলাকা থেকে এসব ফাঁদ সংগ্রহ ও ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

সাতক্ষীরা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মো. ফজলুল হক জানিয়েছেন, বনভূমিতে নিয়মিত ফুট পেট্রোলিং অভিযান চালানো হলে বন্যপ্রাণী রক্ষা করা সম্ভব। তিনি বলেন, দুষ্কৃতিকারীরা নানা কৌশলে সুন্দরবনের ভিতরে ঢুকে সুবিধাজনক স্থানে ফাঁদ পেতে রাখছে, যাতে হরিণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী মারা যায়।

বন বিভাগ সূত্র জানায়, অভিযানে কলাগাছিয়া টহলফাঁড়ির ফরেস্টার তাইবুর রহমান, শাহিনুর রহমানসহ স্থানীয় কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা অংশ নিয়েছেন। তারা বনাঞ্চলের বিভিন্ন স্থানে রাখা মালা ফাঁদ শনাক্ত করে ধ্বংস করেছেন।

ফরেস্ট রেঞ্জার মো. ফজলুল হক আশা প্রকাশ করেছেন, নিয়মিত পায়ে হেঁটে টহল জোরদার করলে সুন্দরবনের বন্যপ্রাণী শিকার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন