স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে পৃথক দুটি স্থানে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুদের মধ্যে দুজন আপন খালাতো ভাই।
মঙ্গলবার যশোর সদর উপজেলার লাউখালীতে মুজাহিদ (৭) এবং আপন হোসেন (৮) নামে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। মুজাহিদ (৭)-এর বাড়ি সুলতানপুর এবং আপন হোসেন (৮)-এর বাড়ি রসুলপুর গ্রামে। সম্পর্কে তারা খালাতো ভাই ছিল।
মুজাহিদের খালু মফিজুর রহমান জানান, তারা দুজনই সদর উপজেলার বারীনগরে তাদের নানাবাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে স্বজনরা শিশু মুজাহিদকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। আর আপন নামে আরেক শিশুকে জরুরি বিভাগে ব্যবস্থাপত্র দেওয়ার সময় সে মারা যায়।
একই দিনে সকালে চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের বিপুলের ছেলে তাওহীদ হাসান (৫) নামে আরও এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। তাওহীদ পাশের ইসলামপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।
নিহত তাওহীদ হাসানের নানা তরফ আলী জানান, খেলতে গিয়ে সকালে তাওহীদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে মুজাহিদ ও আপন পরস্পর খালাতো ভাই।
যশোরে পৃথক দুটি স্থানে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুদের মধ্যে দুজন আপন খালাতো ভাই।
মঙ্গলবার যশোর সদর উপজেলার লাউখালীতে মুজাহিদ (৭) এবং আপন হোসেন (৮) নামে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। মুজাহিদ (৭)-এর বাড়ি সুলতানপুর এবং আপন হোসেন (৮)-এর বাড়ি রসুলপুর গ্রামে। সম্পর্কে তারা খালাতো ভাই ছিল।
মুজাহিদের খালু মফিজুর রহমান জানান, তারা দুজনই সদর উপজেলার বারীনগরে তাদের নানাবাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে স্বজনরা শিশু মুজাহিদকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। আর আপন নামে আরেক শিশুকে জরুরি বিভাগে ব্যবস্থাপত্র দেওয়ার সময় সে মারা যায়।
একই দিনে সকালে চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের বিপুলের ছেলে তাওহীদ হাসান (৫) নামে আরও এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়। তাওহীদ পাশের ইসলামপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল।
নিহত তাওহীদ হাসানের নানা তরফ আলী জানান, খেলতে গিয়ে সকালে তাওহীদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে মুজাহিদ ও আপন পরস্পর খালাতো ভাই।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে