পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না: শামীমুর রহমান

উপজেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৯: ২৬

বাগেরহাট জেলার রামপাল উপজেলার রামপাল সদর ইউনিয়নের ভাগা বাজার, উজলকুড় ইউনিয়নের ফয়লা বাজারসহ বিভিন্ন জায়গায় শুক্রবার বিকfলে থেকে রাত পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে পথসভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও বাগেরহাট-২ (নতুন গেজেট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

বিজ্ঞাপন

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন বাবু, খুলনা বিভাগের বিএনপির মিড়িয়া সেল সদস্য মো. নাসির উদ্দিন, রামপাল উপজেলা কৃষক দলের সভাপতি মো. আলম শেখ, সাধারণ সম্পাদক আলম মুন্সি, তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য লাভলু ফকির, উজলকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন আকুঞ্জি, রামপাল সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শেখ, বিএনপি নেতা লিমন শেখ, মিলন ডাকুয়া, মো. বখতিয়ার হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও বাগেরহাট-২ (নতুন গেজেট)আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ শামীমুর রহমান শামীম পথসভায় বলেন, বাংলাদেশে কখনো পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না। গণতান্ত্রিকভাবে দেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাবে। আপনারা দেখতে পেয়েছেন পিআর পদ্ধতির নির্বাচিত সরকার কোনো দেশে স্থায়ী হয়নি। নেপালের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন। ৫ আগস্ট আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। এ দেশের মাটিতে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসতে পারবে না। গণহত্যাকারী দল পৃথিবীতে কোথাও ফিরে আসতে পারেনি।

তিনি বরেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। জনগণ যখন সুযোগ পেয়েছে ব্যালটের মাধ্যমে বিএনপিকে সেবা করার সুযোগ দিয়েছেন। বিএনপি জনগণের দল হিসেবে প্রতিষ্ঠিত। বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২০২৩ সালে রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমান ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে আমরা মেরামত করতে চাই। তাই আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে বিএনপিকে নির্বাচিত করতে হবে। তারেক রহমানের নির্দেশে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই চলবে।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত