ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১৮: ৫৮

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে কুমিল্লার একটি হত্যা মামলার পলাতক আসামি শেখ তাইসুখ ইসলামকে (২৮) গ্রেপ্তার পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত শেখ তাইসুখ ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার মনোহরপুর সোনালী জামে মসজিদ রোড এলাকার বাসিন্দা শেখ জহিরুল ইসলামের ছেলে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ কর্মকর্তা তারেক জানান, আজ সকালে শেখ তাইসুখ পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশের জন্য ইমিগ্রেশনে আসেন। সার্ভারে তথ্য যাচাই করার সময় দেখা যায়, তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা রয়েছে। এরপরই তাকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ তাইসুখ ইসলামের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত