আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল-বন্দুকসহ আটক দুই

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)
শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল-বন্দুকসহ আটক দুই

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর গোপন অভিযানে আগ্নেয়াস্ত্র, নগদ অর্থ ও হ্যাকিং সরঞ্জামসহ 'সর্বহারা' দলের এক চাঁদাবাজ নেতা ও বিকাশ হ্যাকারকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) ভোর রাত ৩টা ৪০ মিনিটে শ্রীপুর উপজেলার চরচৌগাছি ও রাজাপুর (মণ্ডলপাড়া) এলাকায় অভিযানটি চালানো হয়।

আটক দুজন হলেন মো. আনিসুর রহমান (২৮) ও মো. আশরাফ মণ্ডল (৪৫)।

সেনাবাহিনী জানায়, আশরাফ মণ্ডল 'সর্বহারা'র চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য। আনিসুর রহমানের কাছে ল্যাপটপ ও মোবাইলে হ্যাকিংয়ের সফটওয়্যার, বিকাশ অ্যাকাউন্ট ক্লোন ও প্রতারণামূলক তথ্য পাওয়া গেছে।

অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশি বন্দুক, এক রাউন্ড গুলি, একটি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন, এক লাখ দশ হাজার আটশ পঞ্চাশ টাকা নগদ অর্থ এবং একটি ভুয়া ড্রাইভিং লাইসেন্স।

শ্রীপুর থানার ওসি মো. ইদ্রিস আলী বলেন, সেনাবাহিনীর সহায়তায় আমরা দুজন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করেছি। তদন্ত চলছে। প্রয়োজনীয় প্রমাণের ভিত্তিতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন