আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মহেশপুর সীমান্তে আটক ১৮ ভারতীয়, জব্দ ৩০ কোটি টাকার চোরাই পণ্য

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

মহেশপুর সীমান্তে আটক ১৮ ভারতীয়, জব্দ ৩০ কোটি টাকার চোরাই পণ্য

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে রেকর্ড সাফল্য পেয়েছে ৫৮ বিজিবি। গত ৭ মাসে ভারতীয় সীমান্ত ঘেঁষা ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকার অবৈধ মাদক, অস্ত্র ও সোনা জব্দ করেছে। এ সময়ে অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধে দু’হাজার ১৬৮ জনকে আটক করেছে। আটকদের মধ্যে ১৮ জন ভারতীয় নাগরিক।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে নজরদারি বাড়িয়ে ৫৮ বিজিবি এ পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় এক হাজার ১৩৮ জন এবং ভারত থেকে আসার সময় ৯৭৯ জন অনপ্রবেশকারীদের আটক করে। এছাড়া মানবপাচারে জড়িত সন্দেহে ৩৩ জন দালালকে আটক করা হয়। এর মধ্যে শংকর অধিকারী নামে একজন ভারতীয় পাচারকারী রয়েছে ৫৮ বিজিবির উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ সিহানুক জানান, মহেশপুর ৫৮ বিজিবি চলতি বছরে ৭ হাজার ৯২০ বোতল বিদেশি মদ, ৯ হাজার ৫১৭ বোতল ফেনসিডিল, ৫ কেজি ১১ গ্রাম কোকেন, ৬ কেজি ৪০৫ গ্রাম হেরোইন ৬৮ কেজি গাঁজা, ৪৫ হাজারের বেশি ইয়াবা, এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২৪ কোটি ১৩ লাখ টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, ২০২৫ সালের ১৭ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত সময়ে পাঁচটি পৃথক অভিযানে পাঁচ কোটি টাকা মূল্যের তিন কেজি ৬৫৪ গ্রাম সোনা আটক করেছে। এ সময় বিজিবি উদ্ধার করেছে দু’টি বিদেশি পিস্তল, চারটি দেশি ওয়ান-শুটার গান এবং ১৪ রাউন্ড গুলি।

অন্যদিকে যৌথ টাস্ক ফোর্স অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় শাড়ি, শাল, থ্রি-পিস, চায়না জাল ও মদ উদ্ধার এবং দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সীমান্ত দিয়ে গরু ও কোরবানির চামড়া পাচার প্রতিরোধে ছিল বিজিবির কঠোর নজরদারি। ফলে কোনো ধরনের গরু পাচার কিংবা ঈদের পরে চামড়া পাচারের ঘটনা ঘটেনি। গত মে মাসে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে ভারতে অবস্থানকারী ৫২ জন বাংলাদেশিকে পুশ-ইন করলেও পরবর্তীতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ১৮৬ জনকে শান্তিপূর্ণভাবে বিজিবির কাছে হস্তান্তর করে।

উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ সিহানুক জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে আমাদের কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন