সংবাদ সম্মেলনে যুবদল

মণিরামপুরে আটক ব্যক্তিরা যুবদলের কেউ না

স্টাফ রিপোর্টার, যশোর
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২৩: ৪৪

যশোরের মণিরামপুরে খেলনা পিস্তল ও ধারালো চাকুসহ পুলিশের হাতে আটক চারজনের সঙ্গে জাতীয়তাবাদী যুবদলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সংগঠনটির জেলা নেতারা। তাদের যুবদলের কর্মী পরিচয় দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশেরও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

শনিবার দুপুরে যশোর প্রেস ক্লাবে জেলা যুবদল আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সংগঠনটির সদস্য সচিব আনছারুল হক রানা বলেন, গত ৩১ জুলাই রাতে মণিরামপুর শহরের ‘রজনী নিবাস’ হোটেলের ৪০৮ নম্বর কক্ষ থেকে পুলিশ চারজনকে আটক করে। পুলিশের ভাষ্য, ওই চারজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

তিনি অভিযোগ করেন, কোনো কোনো গণমাধ্যমে আটক চারজনকে যুবদল কর্মী হিসেবে পরিচয় দেওয়া হয়, যা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে আটক ব্যক্তিরা যুবদলের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়। একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদলকে হেয় করতে এ মিথ্যাচার করেছে।

জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, আটক ব্যক্তিরা যুবদলের সদস্য হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতো। এ সময় উপস্থিত ছিলেনÑজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল প্রমুখ।

আটকরা হলেনÑআলম খান, দুর্গাপুরের টুটুল, কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম এবং খেদাপাড়ার আবু সিনহা।

আটকের সময় সেখানে বিএনপি নেতা হাফিজ মাহমুদ উপস্থিত ছিলেন বলে বিভিন্ন সূত্রে বলা হলেও পুলিশ তা স্বীকার করেনি। এছাড়া হোটেলটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গাওসুল মোস্তাকের ছেলে ফাহিম ফয়সল হুমায়ুনকে আটক করা হয় বলে ওই রাতে থানার ওসি বাবলুর রহমান খান আমার দেশকে জানিয়েছিলেন। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, আটকদের মধ্যে তিনি নেই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত