মোংলায় যৌথবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৩: ০৩

বাগেরহাটের মোংলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা হলেন- বেল্লাল হোসেন ও সগির হোসেন।

মঙ্গলবার রাতে মোংলাবন্দর বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তল্লাশি চালিয়ে তাদের বাড়ি থেকে প্রায় ২ লাখ ৫১ হাজার টাকার গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক পাচাররোধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত