সড়কে প্রাণ গেলো বিএনপি নেতাসহ ২ জনের, গুরুতর আহত পুলিশ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার, যশোর
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১: ০৫

যশোর-ঢাকা মহাসড়কের ভাঙুড়া বাজারের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক এক কেন্দ্রীয় নেতাসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

রোববার রাত ১১টার দিকে ঢাকা থেকে যশোরমুখী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বাঘারপাড়ার ভাঙুড়া বাজারের কাছে মহাসড়কে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরমুখী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস রাত ১১টার কিছুক্ষণ আগে সেই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের কাচ ভেঙে বাঁশের অগ্রভাগ বাসের ভেতরে ঢুকে পড়ে।

দুর্ঘটনার পরপরই ভাঙুড়া বাজারের স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারীরা বাসযাত্রী আখতার হোসেনকে মৃত অবস্থায় পান। গুরুতর আহত অবস্থায় আবু জাফর এবং নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবু জাফরের মৃত্যু হয়। আহত নিক্কন আঢ্যর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত আখতার হোসেন যশোর সদরের বসুন্দিয়া গ্রামের আহমদ আলীর ছেলে। নিহত আবু জাফর যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, জাফর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

আহত নিক্কন আঢ্য যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের নিশিকান্ত আঢ্যর ছেলে। তিনি নড়াইলের লাহুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত