আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খুলনায় হাসিনার চাচাতো ভাই জুয়েলের ম্যানেজার গ্রেপ্তার

খুলনা ব্যুরো
খুলনায় হাসিনার চাচাতো ভাই জুয়েলের ম্যানেজার গ্রেপ্তার

‘ডেভিল হান্ট’ অভিযানে খুলনা-২ আসনের সাবেক এমপির ম্যানেজার মনিরুজ্জামান খান বাবু গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে তাকে নগরীর হেরাজ মার্কেট থেকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। রাতে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত বাবু খুলনা-২ আসনের সাবেক এমপি শেখ জুয়েলের ম্যানেজার ছিলেন। সরকার পতনের পর বাড়ি থেকে খুব একটা বের হতেন না তিনি। রাতের আঁধারে বের হতেন। তিনি হেরাজ মার্কেটে বসে খুলনার খবরা-খবর জুয়েলের কাছে আদান-প্রদান করতেন। আমরা বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি। গ্রেপ্তারের দিনও তিনি ওখানে গিয়েছিলেন খুলনার খবর দিতে। অবস্থান নিশ্চিত হয়ে আমরা মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।

প্রেসক্লাব ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, হেরাজ মার্কেটে শেখ পরিবারের আস্থাভাজন আরও কিছু ব্যবসায়ী আছেন। এরা আওয়ামী লীগকে আর্থিক সহায়তা করতেন। বৈষম্যবিরোধী আন্দোলন মোকাবিলায় এদের ভূমিকা ছিল। ৫ আগস্টের পর কেউ কেউ ভোল পাল্টে সাবেক ছাত্রদল নেতা পরিচয় দিয়ে নিজেদের পুনর্বাসনের চেষ্টা করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন