মেহেরপুরে বিএনপির গণ মিছিল

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ : ১৫ মে ২০২৫, ২০: ৫১
আপডেট : ১৫ মে ২০২৫, ২০: ৫৩

‘দল-মত-বিশ্বাস-দর্শন যার যার, দেশটা আমাদের সবার। সবার আগে বাংলাদেশ।’—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আহ্বানে সাড়া দিয়ে মেহেরপুরে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মেহেরপুর পৌর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

বিজ্ঞাপন

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনসহ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণ মিছিলে অংশ নেয়। এর আগে সড়ক বিভাগের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুদ্দোহা পার্কে গিয়ে শেষ হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত