বিজিবি-বিএসএফ সৌজন্য বৈঠক, সীমান্তে হত্যা বন্ধসহ গুরুত্বপূর্ণ আলোচনা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ৩৩
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ৩৬

জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬৩/৭-এস সংলগ্ন শূন্যরেখায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম ও স্টাফ অফিসারসহ ১০ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। অপরদিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মুগনথানও স্টাফ অফিসারসহ ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক আস্থা বৃদ্ধির পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ, মানবপাচার রোধ, মাদক চোরাচালান প্রতিরোধ, বিএসএফের পুশইন বন্ধ ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার পুরো সময়জুড়ে ছিল আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ। আলোচনা শেষে উভয় ব্যাটালিয়নের কমান্ডার এবং উপস্থিত সদস্যরা সীমান্তের জিরো লাইন ধরে প্রায় দুই কিলোমিটার হেঁটে সৌহার্দ্যের বার্তা বিনিময় করেন।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে সীমান্ত অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সহজ হয়।

এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ সীমান্ত এলাকার সাধারণ মানুষ ও দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক বার্তা দিয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এমন উদ্যোগ সীমান্ত সমস্যার সমাধান ও উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত