জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬৩/৭-এস সংলগ্ন শূন্যরেখায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম ও স্টাফ অফিসারসহ ১০ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। অপরদিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মুগনথানও স্টাফ অফিসারসহ ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক আস্থা বৃদ্ধির পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ, মানবপাচার রোধ, মাদক চোরাচালান প্রতিরোধ, বিএসএফের পুশইন বন্ধ ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার পুরো সময়জুড়ে ছিল আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ। আলোচনা শেষে উভয় ব্যাটালিয়নের কমান্ডার এবং উপস্থিত সদস্যরা সীমান্তের জিরো লাইন ধরে প্রায় দুই কিলোমিটার হেঁটে সৌহার্দ্যের বার্তা বিনিময় করেন।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে সীমান্ত অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সহজ হয়।
এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ সীমান্ত এলাকার সাধারণ মানুষ ও দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক বার্তা দিয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এমন উদ্যোগ সীমান্ত সমস্যার সমাধান ও উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করবে।
জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬৩/৭-এস সংলগ্ন শূন্যরেখায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম ও স্টাফ অফিসারসহ ১০ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। অপরদিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মুগনথানও স্টাফ অফিসারসহ ১০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক আস্থা বৃদ্ধির পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ, মানবপাচার রোধ, মাদক চোরাচালান প্রতিরোধ, বিএসএফের পুশইন বন্ধ ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার পুরো সময়জুড়ে ছিল আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ। আলোচনা শেষে উভয় ব্যাটালিয়নের কমান্ডার এবং উপস্থিত সদস্যরা সীমান্তের জিরো লাইন ধরে প্রায় দুই কিলোমিটার হেঁটে সৌহার্দ্যের বার্তা বিনিময় করেন।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে সীমান্ত অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সহজ হয়।
এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ সীমান্ত এলাকার সাধারণ মানুষ ও দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক বার্তা দিয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এমন উদ্যোগ সীমান্ত সমস্যার সমাধান ও উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করবে।
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২৭ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
৩ ঘণ্টা আগে