আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যশোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোরের ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো জয়কৃষ্ণপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. শাফিন (৩) এবং জহির উদ্দিনের মেয়ে মেহরিন খাতুন (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি বাড়ির পাশে পুকুরের ধারে খেলছিল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। স্থানীয় এক নারী টের পেয়ে চিৎকার করলে লোকজন ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিকাশচন্দ্র পাল জানান, বাচ্চা দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার ব্যাপারে পুলিশকে লিখিতভাবে প্রতিবেদন দেওয়া হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে এমন কথা শুনেছি। এ বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন