বাংলাদেশে আর কোনোদিন দিনের ভোট রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৮: ৫৪

বাংলাদেশে আর কোনোদিন দিনের ভোট রাতে হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাংকার্স ফোরাম অব শৈলকুপার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এদেশে আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না। আমরা দায়িত্ব নিয়েছি আপনাকে গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেয়ার। সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন।’

শৈলকুপা নিবাসী সারাদেশে কর্মরত বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা ব্যাংকার্স ফোরাম গঠন করেন।

ব্যাংক কর্মকর্তা মহিবুল কাদির ফরহাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি ডা. নাসিরুদ্দিন, সাংবাদিক বিমল কুমার সাহা, ব্যাংক কর্মকর্তা ফজলুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ বিশ্বাস, ব্যাংক কর্মকর্তা নাজমুল হাসান স্বপনসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।

প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঈদের ছুটিতে গত ৫ দিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত শৈলকুপার তিন শতাধিক গ্রামের বিভিন্ন হাট বাজার ও জনসমাগমে সাধারণ মানুষের উদ্দেশে বলেন, ‘আপনারা মাদক ও যে কোনো দুর্নীতির তথ্য আমাকে দিবেন। আমি কথা দিচ্ছি, আপনার নাম পরিচয় গোপন রাখা হবে, তবে মাদকের সাথে যাদের সম্পর্ক তাদের নাম প্রকাশ করা হবে।’

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত