আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোংলা বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত, পণ্য খালাসসহ জনজীবনে স্থবিরতা

উপজেলা প্রতিনিধি, মোংলা (খুলনা)
মোংলা বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত, পণ্য খালাসসহ জনজীবনে স্থবিরতা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা নাগাদ নিম্নচাপটি মোংলা বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

বিজ্ঞাপন

এর প্রভাবে মোংলা বন্দরসহ সংলগ্ন বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলে বুধবার গভীর রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের সাথে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার ভোর থেকে আকাশে সূর্যের দেখা মেলেনি। আকাশ অন্ধকার মেঘাচ্ছন্ন রয়েছে।

এদিকে মোংলা বন্দরে সাতটি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এর মধ্যে রয়েছে সার, গ্যাস, কয়লা ও ক্লিংকার পণ্যবাহী জাহাজ।

বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর পণ্যবোঝাই-খালাস ও পরিবহন বিঘ্নিত হচ্ছে। তবে বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় বন্ধ থাকছে সার খালাসের কাজ বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গভীর সাগর ও সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লাদের নিরাপদে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এটা অব্যাহত থাকবে। নিম্নচাপটির উৎপত্তিস্থলের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তার ওপর নির্ভর করবে শক্তি সঞ্চার করছে নাকি নিষ্ক্রিয় হচ্ছে। পর্যবেক্ষণ মোতাবেক পরবর্তীতে এর রূপ সম্পর্কে জানাবো যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মানারাতে ক্লাব প্রতিনিধি, শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরিজ জয়ের জন্য ভারতের দরকার ২৭১

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সরকার সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

নওগাঁয় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, উদ্যোগ নেই মশা নিধনের

বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন