খুলনা ব্যুরো
খুলনার পাইকগাছায় বিএনপি নেতার হাত থেকে সুরক্ষা চেয়ে থানায় জিডি করেছেন মোশারফ হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তা। তিনি অগ্রণী ব্যাংক খুলনা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। গত বুধবার রাতে তিনি সাবেক ইউপি চেয়ারম্যান ও বহিষ্কৃত বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হকের বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে এই জিডি করেন।
ভুক্তভোগী মোশারফ জানান, পূজার ছুটিতে বাড়ি গিয়ে বুধবার বিকালে স্থানীয় আমুরকাটা শিবসা নদীতে নৌকাবাইচ দেখতে যান তিনি। তার সঙ্গে শিশু কন্যা, ভাতিজি ও স্থানীয় তিন বন্ধু এক ট্রলারে ছিলেন। বাইচের একপর্যায়ে স্থানীয় জেলের একটি নৌকা বাইচের রুটে চলে এলে প্রতিযোগিতার প্রধান আয়োজক সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক তার ট্রলারের মাইকে অশ্রাব্য ভাষায় ওই নৌকার জেলেদের গালিগালাজ করতে থাকেন।
নানা বয়সী নারী, শিশু ও মুরুব্বিরা সেখানে থাকায় এনামুলকে গালিগালাজ না করতে অনুরোধ করেন মোশারফ। এতে এনামুল ক্ষিপ্ত হয়ে মোশারফের ট্রলারে এসে শারীরিকভাবে লাঞ্ছিত করে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন। এ সময় তার মেয়ে ও ভাতিজি আতঙ্কে চিৎকার করতে থাকে। পরে তাকে নদী থেকে উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে কিছুটা সুস্থ হয়ে তিনি থানায় জিডি করেন।
জানা গেছে, এনামুল পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর সম্প্রতি তাকে বহিষ্কার করে বিএনপি। কিন্তু তার প্রভাব আছে আগের মতোই, এখনো তিনি দলটির দাপুটে নেতা হিসেবেই এলাকায় পরিচিত। এমনকি তাকে বহিষ্কার করলেও তার শূন্য পদে কাউকে দায়িত্ব দিতে পারেননি শীর্ষ নেতারা।
ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ অস্বীকার করে এনামুল হক বলেন, এ ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি। মোশারফকে আমি চিনি না। তার সঙ্গে পরিচয় নেই। বাইচের নৌকার সামনে অনেক সময় দর্শকদের ট্রলার চলে এসে বিশৃঙ্খলা তৈরি করে। তখন স্বেচ্ছাসেবকরা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সে সময় কিছু হয়েছে কি না জানা নেই।
পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ জিডির তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
খুলনার পাইকগাছায় বিএনপি নেতার হাত থেকে সুরক্ষা চেয়ে থানায় জিডি করেছেন মোশারফ হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তা। তিনি অগ্রণী ব্যাংক খুলনা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। গত বুধবার রাতে তিনি সাবেক ইউপি চেয়ারম্যান ও বহিষ্কৃত বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হকের বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে এই জিডি করেন।
ভুক্তভোগী মোশারফ জানান, পূজার ছুটিতে বাড়ি গিয়ে বুধবার বিকালে স্থানীয় আমুরকাটা শিবসা নদীতে নৌকাবাইচ দেখতে যান তিনি। তার সঙ্গে শিশু কন্যা, ভাতিজি ও স্থানীয় তিন বন্ধু এক ট্রলারে ছিলেন। বাইচের একপর্যায়ে স্থানীয় জেলের একটি নৌকা বাইচের রুটে চলে এলে প্রতিযোগিতার প্রধান আয়োজক সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক তার ট্রলারের মাইকে অশ্রাব্য ভাষায় ওই নৌকার জেলেদের গালিগালাজ করতে থাকেন।
নানা বয়সী নারী, শিশু ও মুরুব্বিরা সেখানে থাকায় এনামুলকে গালিগালাজ না করতে অনুরোধ করেন মোশারফ। এতে এনামুল ক্ষিপ্ত হয়ে মোশারফের ট্রলারে এসে শারীরিকভাবে লাঞ্ছিত করে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন। এ সময় তার মেয়ে ও ভাতিজি আতঙ্কে চিৎকার করতে থাকে। পরে তাকে নদী থেকে উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে কিছুটা সুস্থ হয়ে তিনি থানায় জিডি করেন।
জানা গেছে, এনামুল পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর সম্প্রতি তাকে বহিষ্কার করে বিএনপি। কিন্তু তার প্রভাব আছে আগের মতোই, এখনো তিনি দলটির দাপুটে নেতা হিসেবেই এলাকায় পরিচিত। এমনকি তাকে বহিষ্কার করলেও তার শূন্য পদে কাউকে দায়িত্ব দিতে পারেননি শীর্ষ নেতারা।
ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ অস্বীকার করে এনামুল হক বলেন, এ ধরনের কোনো ঘটনা সেখানে ঘটেনি। মোশারফকে আমি চিনি না। তার সঙ্গে পরিচয় নেই। বাইচের নৌকার সামনে অনেক সময় দর্শকদের ট্রলার চলে এসে বিশৃঙ্খলা তৈরি করে। তখন স্বেচ্ছাসেবকরা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সে সময় কিছু হয়েছে কি না জানা নেই।
পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ জিডির তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
৬ মিনিট আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
৩২ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগে