দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

উপজেলা প্রতিনিধি, দেবহাটা (সাতক্ষীরা)
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৯: ২৮
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৯: ৩০

দেবহাটার কুলিয়ায় পবিত্র কোরআন শরিফ অবমাননা করায় সোহাগ নামের এক যুবককে মারধর করা হয়েছে। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটিতে সোহাগ (২৫) নামের এক যুবক পবিত্র কোরআন অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় গণপিটুনির শিকার হয়েছেন। পরে তাকে আটকের পর মামলা করেছে দেবহাটা থানা পুলিশ। সোহাগ পুষ্পকাটি গ্রামের মন্জুরুলের মেজে ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) জোহরের নামাজের পরে পুষ্পকাটি পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন তার বাড়িতে। সোহাগ তার ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহ বলে কিছু আছে আমি মনে করি নাই, আমি ইসলাম ধর্মের এক ছেলে, আজ আমি কোরআন মানি না। আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে চাই। কোরআন মানুষের আলোর পথ দেখা দেয় না।’

এই স্ট্যাটাস ফেসবুকে দেখে আলেম ওলামাসহ এলাকাবাসী সোহাগের বাড়িতে গিয়ে তাকে বলেন, তুমি কোরআন অবমাননা করেছো। তোমাকে ক্ষমা চাইতে হবে। নইলে তোমার বিপদ হবে। এ কথা বলার পর সোহাগ আলেম ওলামাদের গালিগালাজ করতে থাকে এবং তাদের আঘাত করতে উদ্ধত হয়। এ সময় একজন সোহাগের উচ্ছৃঙ্খল আচরণ ফেসবুকে দেয়ার পর ভাইরাল হয়ে পড়ে। তারপরই দলে দলে মানুষ এসে সোহাগের বাড়িতে ভিড় জমাতে থাকে। একপর্যায়ে তারা তাকে মারধর করতে থাকে। খবর পেয়ে দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া পুলিশ পাঠিয়ে সোহাগকে আটক করে দেবহাটা থানায় নিয়ে যান।

এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, অভিযুক্ত সোহাগের নামে ধর্ম অবমাননার দায়ে মামলার প্রস্তুতি চলছে।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত