কালিয়ায় প্রতিপক্ষের হামলায় সৌদী প্রবাসী যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, কালিয়া (নড়াইল)
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৬: ৩৯

নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪০) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।

বুধবার রাত আটটার দিকে উপজেলার চর জয়নগর গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আকরাম শেখ চর শুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে । আট বছর পর সম্প্রতি তিনি সৌদী আরব থেকে দেশে এসেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন চর জয়নগর গ্রামের আনসার জমাদ্দার গ্রুপের সাথে হেকমত শেখ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। হেকমত শেখের ছেলে আকরাম শেখ দীর্ঘ ৮ বছর পর প্রায় দুইমাস পূর্বে সৌদী আরব থেকে দেশে ফিরে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার রাতে চা খেতে দোকানে গেলে আনসার জমাদ্দার গ্রুপের ১৫/২০ জন লোক তার উপর অতর্কিত হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ঘর বাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে প্রবাসী আকরাম শেখের মৃত্যুতে তার স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। তার বাড়িতে চলছে শোকের মাতম।

নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল হক নিহতের বাড়ি ও এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত