চুয়াডাঙ্গা পৌরসভাধীন শেখপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযানে দেশীয় ধারালো অস্ত্র, একটি ইলেকট্রিক স্টান গান এবং একটি ব্যাটনসহ মো. রিকন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক রিকন মৃত আব্দুল সেলিমের ছেলে এবং তিনি শেখপাড়ার বাসিন্দা।
রোববার ভোরে রাতে চুয়াডাঙ্গা অস্থায়ী সেনা ক্যাম্পের (৩৬ এডি) মেজর মো. সালমান হকের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মো. রিকনের বাড়িতে একটি অভিযানে যান। অভিযানকালে রিকনের বসতঘর তল্লাশি করে বিভিন্ন অবৈধ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি দেশীয় রামদা, ১টি তলোয়ার, ১টি চাকু, ১টি ইলেকট্রিক স্টান গান, ১টি বাটন এবং ১টি স্মার্ট মোবাইল ফোন। দুপুরে অবধৈ অস্ত্র ও সরঞ্জামাদিসহ মো. রিকনকে আটকের পর চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, তার বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রধারী ও দুস্কৃতিকারীদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

