নিহত সাংবাদিকের পরিবারকে জেলা বিএনপি নেতার সহায়তা

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৯: ৪৬

দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার নিহত সাংবাদিক এসএম হায়াত উদ্দীনের পরিবারের পাশে দাঁড়ালেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএএইচ সেলিম।

শুক্রবার দুপুর ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংবাদিক হায়াত উদ্দীনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা দেন।

বিজ্ঞাপন

নিহত সাংবাদিকের দুই মেয়ের এইচএসসি পর্যন্ত লেখাপড়ার যাবতীয় খরচ বহনের দায়িত্বভার গ্রহণের আশ্বাস দেন এমএএইচ সেলিম।

এ সময় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মেহবুবুল হক কিশোর, সাবেক পৌর কমিশনার ও বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বাগেরহাট পৌর বিএনপির সদস্য ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এস এম হায়াত উদ্দীনকে দুস্কৃতিকারিরা পৌরসভার হাড়িখালি নামক স্থানে তার নিজ বাড়ীর পাশে নির্মমভাবে হত্যা করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত