সড়কে প্রাণ গেলো শিশুসহ বৃদ্ধের

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৬: ৩৪

ঝিনাইদ‌হে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হ‌য়ে‌ছে। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়‌কের নগরবাথান আঠা‌রো মাইল নামক স্থা‌নে বৃহস্প‌তিবার দুপুর ২টার দি‌কে এই দুর্ঘটনা ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন ঝিনাইদহ সদর উপ‌জেলার নগরবাথান গ্রা‌মের মৃত নিজাম উদ্দিন বিশ্বা‌সের ছে‌লে ভ্যানচালক নজরুল ইসলাম (৬০) ও একই এলাকার রু‌বেল হো‌সে‌নের ছে‌লে শিফাত হো‌সেন (১০)।

বিজ্ঞাপন

পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, বেলা দুইটার দি‌কে এক‌টি ব্যাটা‌রি চা‌লিত যাত্রীবাহী ভ্যান ঝিনাইদহ শহ‌রের দি‌কে আস‌ছি‌লো। এসময় অপর এক‌টি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হা‌রি‌য়ে ভ্যান‌টি‌কে চাপা দি‌লে ঘটনাস্থ‌লেই ভ্যা‌নের চালক নজরুল ইসলাম ও অজ্ঞাত এক শিশু নিহত হয়। এছাড়া আহত অজ্ঞাত এক বৃদ্ধ‌কে মুমূর্ষ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। তার অবস্থা আশংকাজনক।

এদি‌কে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হবার ঘটনা‌কে কেন্দ্র ক‌রে স্থানীয়রা নগরবাথান বাজা‌রে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ করেন। রাস্তা অব‌রো‌ধের কার‌নে সড়‌কের উভয় পা‌শে শতা‌ধিক যানবাহন আটকা প‌ড়ে‌ছে।

ঝিনাইদহ হাইও‌য়ে পু‌লি‌শের ও‌সি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জা‌নি‌য়ে‌ছেন, যানবাহন চলাচল স্বাভা‌বিক রাখ‌তে ঘটনাস্থ‌লে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা চল‌ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত