আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো
খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা
প্রতীকী ছবি

খুলনায় এবার নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় যুবক তানভীর হাসান শুভ (২৮)কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম পাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতের বড় মামা সিরাজুল ইসলাম জানান, শুভ মঙ্গলবার রাতে নিজের বিছানায় ঘুমাতে যায়। একই রুমে অন্য বিছানায় তার মা ও ছোট ভাই সায়েম ঘুমাচ্ছিল। গভীর রাতে হঠাৎ শব্দ শুনে সবাই জেগে ওঠে। তারা শুভকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। একটি গুলি মাথায়, অন্যটি বাম হাতে বিদ্ধ হয়। অপর গুলিটি তার মায়ের বালিশে লাগে বলে তিনি জানান। আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বুধবার সকালে তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম বলেন, একতলা বিল্ডিংয়ের জানালার থাই গ্লাস খুলে গুলি করে শুভকে হত্যা করা হয়েছে। শুভ আগে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতো। বর্তমানে সে বেকার ছিল এবং বিদেশে যাওয়ার চেষ্টা করছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন