গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মোংলায় এনসিপির সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১১: ২১

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মোংলা পৌর শাপলা চত্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন এনসিপির মোংলা ও বাগেরহাটের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টায় নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। এতে তারা তিন দফা দাবি উত্থাপন করেন।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতা ও সদস্য সচিব মো. আবু হাসান বলেন, আমাদের তিন দফা দাবি অবিলম্বে মানতে হবে। গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করতে হবে, পুলিশি ব্যবস্থার সংস্কার করতে হবে এবং গোপালগঞ্জের ডিসি ও এসপিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে প্রতিহত করার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। জুলাই আন্দোলনের সহযোদ্ধা আমাদের কর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যদি আমাদের ভাইদের কোনো ক্ষতি হয়, তাহলে আমরা পুরো দেশ অচল করে দেবো। তারা আহত নেতাকর্মীদের দ্রুত ও নিরাপদে উদ্ধারেরও দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মোংলা উপজেলার প্রধান সমন্বয়ক মাজেদ মৃধা, জেলা সংগঠক মো. ইব্রাহিম হোসেন, মো. মেহেদী হাসান হৃদয়, মো. সোহেল হোসেন মেহেদী, মো. ইকরাম হোসেন, মো. আকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ মোংলা উপজেলা জামায়াতের অঙ্গসংগঠনের নেতারা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত