মোংলায় কৃষিবিদ শামীম

তরুণদের হাতে অস্ত্র দিয়ে মাদকাসক্ত করবে না বিএনপি

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ১৭
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ২১

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর তরুণদের হাতে অস্ত্র তুলে দিয়ে মাদকাসক্ত করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। কিন্তু বিএনপি সেটা করবে না, বিএনপি তরুণদের জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে তাদের নৈতিক, শারীরিক ও মানসিকভাবে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে গড়ে তুলতে চায়।

শুক্রবার বিকেলে মোংলার মিঠাখালী মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ফাইনাল খেলায় মোংলার পৌর দল ও রামপালের পেড়িখালী দল অংশগ্রহণ করে। এতে মোংলা পৌর দল চ্যাম্পিয়ান হয়। পরে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে শামীম।

এসময় উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ সালাম. জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্মআহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান, মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাবেক যুগ্মআহবায়ক শেখ রুস্তম আলী, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মোংলা উপজেলা সভাপতি শাহআলম শেখ, মোংলা পৌর সভাপতি সেলিম ও সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত